Login Register Apply Now
প্রধান শিক্ষকের বানী

“শিক্ষাই জাতির মেরুদণ্ড”- এ ধ্রব সত্যকে অন্তরে ধারণ করে যে জাতি যত শিক্ষার আলোতে আলোকিত হয়েছে, পৃথিবীতে আজ তারাই তত উন্নত, সমৃদ্ধ ও সম্মানিত। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই একদিন দেশ ও জাতিকে নেতৃত্ব প্রদান করবে। তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত ও আলোকিত করা হলে তারা দেশের আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠে সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে সক্ষম হবে। বর্তমান বিশ্বায়নের এ যুগে শিক্ষা বা জ্ঞানার্জন কোন গণ্ডি বা পরিসীমায় আবদ্ধ নয়। আঠার বছর অতিক্রম করা ঐতিহ্যবাহী ভাওয়াল অঞ্চলের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর ছাত্র-ছাত্রীদের মূল শিক্ষাক্রমের পাশাপাশি নৈতিকতা-মূল্যাবোধ, বিজ্ঞান-প্রযুক্তি, শৃঙ্খলা-মানবতা, সংস্কৃতি-ঐতিহ্য ইত্যাদি জ্ঞান চর্চার মধ্য দিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর। জাতিসংঘের চলমান Sustainable Development Goals (SDGs) এর ১৭টি মূল লক্ষ্যের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে Quality Education বা মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনের মানসে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ‘একাডেমিক কারিকুলামের’ পাশাপাশি বিভিন্নমূখী সহপাঠ্যক্রম কার্যাবলীর চর্চা একজন আদর্শ ছাত্র-ছাত্রীর জন্য একান্ত অপরিহার্য। এ চর্চার মাধ্যমে তার আত্মবিশ্বাস, সৃজনশীলতা, দক্ষতা, মেধা ও প্রতিভার উন্মেষ ঘটিয়ে নিজেকে যোগ্য ছাত্র ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। বর্তমান সমাজ ব্যবস্থার উন্নয়ন ও পরিবর্তনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ‘আলোকিত মানুষ’হিসেবে গড়ে তোলা একান্ত প্রয়োজন। প্রায় দুই দশক পার হওয়া এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবোজ্জ্বল অতীত এবং স্বর্ণালি ভবিষ্যত স্বপ্ন। রয়েছে শিক্ষা, মেধাচর্চার অগ্রগতি ও ভৌত অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে উচ্চ শিক্ষা কার্যক্রম শুরুর মহতি ও সুদূরপ্রসারী পরিকল্পনা। ‘পারিজাত’ যার আভিধানিক অর্থ ‘স্বর্গীয় ফুল’ এবং এটি আমাদের সকল কোমলমতি ছাত্র-ছাত্রীকে শিক্ষা, চরিত্র ও মেধায় এক একটি পারিজাতের মত হওয়ার আহব্বান জানাচ্ছে। আমাদের প্রত্যাশা, আমাদের এই ছাত্র-ছাত্রীরাই একদিন দেশের নেতৃত্বস্থানীয় পদে আসীন হবেন এবং দেশকে উন্নয়ন অগ্রগতি ও সাফল্যে ভরে তুলবেন। আমরাও এ প্রতিষ্ঠানকে ঘিরে ভবিষ্যতে উচ্চ শিক্ষা কোর্স চালু হবার স্বপ্ন দেখতে পারি। বার্ষিক ম্যাগাজিন পারিজাতে এ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য কণিকা ছাড়াও রয়েছে প্রবন্ধ-গল্প-কবিতা, জ্ঞান-বিজ্ঞান, বিশ্বকে জানা, বুক রিভিউ, ভ্রমণ কাহিনী এবং গুণীজনদের নির্দেশনামূলক উপদেশ বাণী। যা সকল ছাত্র-ছাত্রীদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করার পাশাপাশি স্বপ্রতিভা বিকাশে উৎসাহ প্রদান করবে এবং সেই সাথে শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে শিক্ষা প্রদান ও ব্যবস্থাপনায় গতি সঞ্চার করবে। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ২০১৮-২০১৯ সালের বার্ষিক ম্যাগাজিন পারিজাতে যারা লেখনি দিয়ে সমৃদ্ধ করেছেন এবং যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে এটি আলোর মুখ দেখেছে তাদের জানাই আমার গভীর শ্রদ্ধা, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। সেই সাথে এ মহতি উদ্যোগকে অব্যাহত রেখে আরো বেগবান ও গতিশীল করার জন্য অনুরোধ জানাচ্ছি। পরিশেষে, মহান আল্লাহ্ তায়ালার কাছে অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলী ও কর্মকর্তা-কর্মচারিগণের সুস্বাস্থ্য, উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি। রাব্বুল আলামিন আমাদের সহায় হোন। আমীন।